সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

ফুটপাতে একটি রাত ।। সৈয়দ আকরাম হোসাইন

ফুটপাতে একটি রাত

ফুটপাতে একটি রাত
কেটেছে আমার বেশ,
দেখেছি অনেক কিছু
এখনো কাটেনি রেশ।

ছিন্নমূলের মানুুষগুলো
পথের ধারে ঘুমাই,
কেউ বস্তা জড়িয়ে
কেউবা উদোম গায়।

রাতে হয়েছে অনেক
তবু ভিক্ষুক থেমে নাই,
একটি টাকার আশায়
মানুুষ দেখলেই ছুটে যায়।

টোকাই ছেলের দল
বস্তা নিয়ে ছুঁটে,
নিশিতেও হাল ছাড়েনি
যদি কিছু জুটে।

কিছুদূর এগিয়ে দেখি
লালসালু পড়া দুজন,
সারাদিনের ধান্ধার টাকার
চলছে ভাগের আয়োজন।

চলছে কত রঙের খেলা
মানুষের এই জীবনে,
বেঁচে থাকার একটু নেশা
ভয় করেনা মরনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন