মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

দুঃখগুলো যদিও বেওয়ারিশ নয় ।। আতাউর রহমান রোদ্দুর


দুঃখগুলো যদিও বেওয়ারিশ নয়

বারবার পানি দিয়ে মুছেও গিন্নির চোখে
লেগে থাকা তরল আগুন
সন্তানের মুখে পাহাড়ের ছায়া
নগ্ন বারান্দায় এনে রেখে যায় শুকনো পাতা
বাউণ্ডুলে বাতাস
না, শব্দগুলো কোনো কবিতা থেকে উঠে আসে নি

বাজার ঘুরে ভাঙা পায়ে হেঁটে ফিরে আসে
অন্ধকারে শরীর ভর্তি করে বাজারের ব্যাগ
উনুনে আগুনের অনিয়ম
দেয়ালে বৃষ্টি নামে শব্দহীন
নাম ভুলে যাই মাঝরাতে, কী নামে লোকে ডাকে আমায় !
পাশের বালিশ থেকে জল হেঁটে আসে
না, শব্দগুলো কোনো কবিতা থেকে উঠে আসে নি
চিরুনির অবহেলা
আয়নায় পড়ে নি মুখ বহুকাল
আবুলের দোকান থেকে এক শলাকা মৃত্যু জ্বালাতে গিয়ে মনে পড়ে
আমরাও একদিন সুরম্য জ্যোৎস্নার স্বপ্ন দেখেছিলাম
না, দুঃখগুলো কোনো কবিতা থেকে উঠে আসে নি
দুঃখগুলো যদিও বেওয়ারিশ নয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন