মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

গ্রাস ।। টিপু সুলতান


গ্রাস  

আমাকে গ্রাস কর

তুলে দাও
বিষ পিঁপড়ের মুখে ওরা ছিঁড়েফুঁড়ে খাক
আমার চলন্ত দুটি পা,চোখের উন্নত লেন্স,প্রিয়তম;

নাহয় লেবু কাটা ছুরি দাও
মাংসের গভীরে একটি হৃদপিন্ড থাকে কুপিয়ে জখম করি।
সেখানে অসংখ্য সংসার আছে......
যেমন
মৃত্যু দেখেছি
কান্না দেখেছি
ভরাজলের রাজলক্ষ্মী নদীর রক্তাক্ত বুক দেখেছি-

সুখপাগল আকাশ দেখেছি-
বর্ণাক্ষরের অসুখ দেখেছি-
দেখেছি
জলের উপর ঢেউ,
এইসব উপমার ভাণ্ডার দেখে দেখে
উত্তর ভালবাসি,উত্তরণ ভালবাসি,উত্তীর্ণ ভালবাসি.......

বাহ্যিক ছায়াগুলো দোয়েল নাহয়ে কাক হয়ে যায়
বাস্তুতার সীমান্তমুখীতে..........
লাশ হই,
দারিদ্র্য হই,
বর্ণবাকুলে বিচ্ছি
ন্ন হই.....
আর ঈশ্বরের নির্দয়ায় শিকারি ওড়ে,
ওড়ে
হাওয়ার এপিঠ ওপিঠে
আর আমি হয়ে যায় শিকারির স্বাদ-
আমার মতো কেউ
জ্বলছে চন্দ্রগ্রহণে,সূর্যগ্রহণে.....
সমস্ত পৃথিবীর প্রাণসহ;


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন