মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

মোকসেদুল ইসলাম এর দুটি কবিতা



অন্ধ হওয়ার আগে 

ক্রমশ হেরে যাচ্ছি ঢেউয়ের মতো করে ঈশ্বর! ঐ চোখ এবার বন্ধ করো। কেউ কেউ লিখে রাখছে সিংহ জাতকের বীর কাহিনী রাতের নিস্তব্ধতা দ্বিখণ্ডিত করে বেজে উঠছে ভায়োলিন তোমার উপস্থিতি জানান দিচ্ছে অন্ধকার।

কোথাও ঠাঁই হয় না মানুষের কবরে গেলেও যন্ত্রণা পোহাতে হয় পোকামাকড়ের শুধু ঐ চোখ! দেখার চোখটা থাকতে হয় মানুষ অন্ধ হলে পৃথিবীর কিচ্ছু যায় আসে না।


দূর্বিসহ জীবনের ভাবনা 

জলের ধারা নামার আগেই ভেঙ্গে যায় দুপুরের ভাতঘুম আর আমি সন্ধ্যা নামবে জেনে দ্রুত পাহাড় থেকে নেমে পড়ি তোমার তো আবার পাহাড়কে বড্ড ভয়। কিছু কথা পড়ে থাকে একলা রাতের চরাচরে রপ্তানীযোগ্য পণ্যের মতো ভাবনারা ঘিরে ধরে আমায় বেঁচে থাকা! সেতো এক দূর্বিসহ জীবনের নাম।

কিছু কিছু ভাবনারা মাঝেমধ্যে নদী হয়ে যায় সেখানে দিব্যি খেলা করে হতাশ মাঝির জাল অথচ তুমি বিকেলের ভাবনায় স্নান সেরে নিচ্ছো বেঁচে থাকার এতোই তেষ্টা যখন পেয়েছে তোমার তবে দেয়াল ভাঙ্গো, ঠোঁট দুটো ভেজা থাকুক শুধু ঈশ্বর যেন বুঝতে না পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন