মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

বিবর্ন ইচ্ছেগুলো ।। কামরান চৌধুরী

বিবর্ণ ইচ্ছেগুলো   


ইচ্ছে ছিলো তোমাকে ছুঁয়ে দেখি
ইচ্ছে ছিলো ওচোখে চোখ রাখি
মানচিত্র এঁকে দিই গোলাপি ঠোঁট চুমে, তৃষ্ণা শুষে।

ইচ্ছে ছিলো নির্জনে পাশাপাশি 
হাতেহাত সুরভি মেখে আসি
স্বপ্ন সাধ মিলেমিশে দু‘জনে ভাগাভাগি, কান্না হাসি। 

স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেলো
দাও দাও জ্বললো অগ্নিশিখা
সর্বনাশা সংঘাত কেড়েছে ভালোবাসা, আশা, ভাষা। 
 
ছুটে চলি সীমান্তে অন্য দেশে
প্রাণভয়ে দুরন্ত উর্দ্ধশ্বাসে
অগণিত জনতার সারিতে পিঁপড়ের মতো দলে।

প্রিয়জন হারানো কষ্ট বুকে
জীবন্মৃত সুনামি আঁখি মাঝে 
লণ্ডভণ্ড জীবনটা অদৃষ্টে ভর করে স্রোতে ভেসে। 

বিভৎস বিবর্ণ মন রং
ইচ্ছেগুলো করুন সুরে সুরে
জীবনের বাঁকেবাঁকে হঠাৎ ঘুরে আসে বারেবারে।

এ জীবনে হবেনা আর দেখা 
দিনে রাতে বালুর স্বপ্ন ভাঙা
জাতি-ধর্ম রাজনীতি ক্ষমতা দখলের ঘূর্ণিতলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন