বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

পৃথিবী এখন ভাসমান এক নাফ- ডিঙ্গা ।। মুহম্মদ নুরুল হুদা



পৃথিবী এখন ভাসমান এক নাফ-ডিঙ্গা


খুলেছে 
আকাশ 
আপন 
আঁখির 
অর্গল,
কাঁদছে 
আকাশ 
অনবরত 
অনর্গল;
রোসাং-অশ্রু ঝরছে বিশ্বে, বাংলায়
রক্তবন্যা নেমেছে নাফের দরিয়ায়;
নাফ বয়ে যায় বঙ্গ-বেমান-সাগরে
মহাদেশ আর মহাপৃথিবীর ঘরে ঘরে;
সুচিও অশুচি
বিকৃতরুচি
রক্ত খায়,
শান্তি-সুচির
মান খান-খান
ভেঙ্গে যায়;
অবাক পৃথিবী অবাক প্রকৃতি হুঁশ-মানুষ,
জাগো বিদ্রোহে জাগো প্রতিবাদে নারীপুরুষ; 
লাগাও আগুন জঙ্গিবাদের আস্তানায়, 
ব্যক্তি-জঙ্গি রাষ্ট্র-জঙ্গি মানুষ খায়;
মানুষখেকোরা
মানুষ নয়,
মা-ধরণীর
জাতক নয়,
বিনাশ তাদের
সুনিশ্চয়;
মানুষ বানায় ব্যক্তি, গোত্র আর জাতি
জগৎজুড়িয়া জগৎমানুষ এক জ্ঞাতি;
কে রোহিঙ্গা কে আফ্রিকি কে মার্কিনি
সবার ভিতর শুদ্ধশোণিত মানুষ চিনি;
ভেঙ্গে দাও সব
বানানো সীমানা
ভুল ভূগোল,
এক পৃথিবীর
একটি রাষ্ট্র -
দে দোল দোল;
হবে হবে জয় নেই পরাজয় যুক্তিযুদ্ধে মানুষ-অভয়
একটি ভুবন একটি ভবন এক মানবতা সুদূরে নয়;
কনফুসিয়স-বুদ্ধ-মুসা জ্ঞানী-ধ্যানী আর যিশু মুহম্মদ
জন্মশিশু এই পৃথিবীর, নেই কোনো যার সীমা-সরহদ। 
গোল পৃথিবীর 
নেই কোনো মেরু 
নেই তো শেষ,
এক পৃথিবীর
একটি রাষ্ট্র
একটি দেশ।
মানুষ চলেছে মানুষ চলেছে সেই দেশে,
শরণার্থী মানবতা যায় সাথে ভেসে;
কে রোহিঙ্গা? 
কে শোনে আজ 
কার শিঙ্গা?
পৃথিবী এখন ভাসমান এক নাফ-ডিঙ্গা।
১১.০৯.২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন