মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

অনন্ত সুজন এর চারটি কবিতা

ছাপচিত্র

মাটির পালংকে খড়ের বিছানায় শুয়ে আছি---
দক্ষিণের বনেদি হাওয়ায় বইছে খুব মহুয়ার ঘ্রাণ! 
ঝিঁঝিঁ-গানে নাচে ভালো রাত্রির জোনাক! 

শ্রবণের পাশে সোনা-ধানের গোপন ফিসফাস---
থোকা থোকা অনুক্ত বিরহ! 
যতদূর দৃষ্টি যায়---মহাকাশ, অগণিত তারকা
তোমার তিলের পতনপ্রিয় তাড়না-তুফান! 
সে সময়ে নিশ্চিত নাইটক্লাবে তুমি!

মুহূর্তমদ

কামিনী গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম---
ঘ্রাণ অধ্যুষিত, মোহান্ধ-মাতাল!
ভেবেছি অনুপুঙ্খ, গন্ধমে অন্তরিত আদমের কথা! 

অজস্র-সহস্র জলপরী নেমে আসছে
মহাশূন্যে সমুদ্র থাকে বুঝি! 

কেয়ামত

তুমি নেই---
এসট্রেতে পৃথিবীর ছাই! 

সে

সন্ধ্যাকে নিজের ওড়নায় গুঁজে রাখে
যেখানে অস্ত যায় বিকেলের বেলাভূমি
নিঝুম রাতে তারাপুস্পের সাথে নিখোঁজ হওয়া
তারকাঝিনুক---অধিকৃত করো, নিমজ্জনে যাবো। 
উন্মাতাল বয়ে এনেছে প্রগাঢ় ব্যাধিঘোর!

বাতাবি ঘ্রাণ উপেক্ষা করে কেন যে বাষ্প হতে
চাইছো, অদূরের ঐ শৈলচূড়া মেঘে? 
ভুলেও কোনদিন ভ্রূক্ষেপ করিনি---অথচ
জানালার ওপারে, ভোরের শিশিরে কতো না 
কৌতূহল রেখে যেতো পদোন্নতিপ্রাপ্ত বালিকারা! 

তীব্র সংরাগে পেতেছি বুকের অগ্রভাগ
প্ররোচনা তখনো আহত, কুয়াশাচূর্ণ 
গলার নিচে বিঁধে আছে হাড়ের যাতনা!  

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন