মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

মিথ্যার উৎসব ।। কাজী আনিসুল হক


মিথ্যার উৎসব
আজকাল মদ মাতাল করেনা
গাঁজার ধোয়া ছড়ায় না উন্মাদনা।
বেহিসেবি জীবন বড্ড এলোমেলো
বেচেঁ থাকা মানে ক্রমাগত যন্ত্রনা।
বিষদগ্ধ ভালোবাসা ব্যর্থমনোরথ
অনাকাঙ্ক্ষিত ভুলে গড়া অন্ধকার প্রাচীর।
ভাঙ্গতে পারিনা, গড়তে পারিনা নিজেকে
চারদিকে শুধু শূন্যতা, অশান্ত-অস্থির।
নারীর দেহে এখন আর নেই কামতা
অপ্সরী ছাড়িয়ে গ্রাস করেছে সমাজ।
পোশাকি ভদ্রতা মুখোশে সংসার
কংক্রিট জীবন লোকদেখানো লাজ।
জন্ম থেকে মৃত্যু, যুব থেকে বৃদ্ধ
মোহের পিছনে সবাই শুধু ছুটছে।
মরীচিকা সুখ ধোয়াসা যৌবন
মিথ্যের উৎসবে আসলে কি জুটছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন