মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

শবাধার ।। মেকলিন আজাদ



শবাধার


চারিদিকে অদ্ভুত আঁধার--- নগ্ন আঁধার,
কালের মৃদঙ্গ যেন
বিস্মৃতির ঠোঁটে চুমো ধরে-
মুছে ফেলে হৃদয়ের সমস্ত অবসাদ-ক্ষয়।

উজ্জ্বল বেদনার মতোন সে হৃদয়।

যখন তুমিও বাঞ্ছিত আঁধারের মুখোমুখি
কি যে বেদনা নামে হৃদয়ে---
ব্যবহৃত বুকের ভেতর;
সময়কে শবাধার লাগে।

একই শবাধারে ছিলামনা কি আমরা-!
শবের মতোন দেহ-মন লুটিয়ে বহুকাল
একে অপরের আদিম দিগম্বরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন