সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

মানসুর মুজাম্মিল এর চারটি ছড়া

হারিয়ে গেলো 


নদীতে নাও ভাসিয়ে দিয়ে 
আমায় ভালবাসিয়ে দিয়ে 
হারিয়ে গেলো 
হারিয়ে গেলো 

আমার প্রতিপক্ষ হয়ে 
দাঁড়িয়ে গেলো 
দাঁড়িয়ে গেলো 

দুরন্ত এক ঢেউয়ের বুকে 
লুকিয়ে গেলো 
লুকিয়ে গেলো 

এসব দেখে মনটা আমার 
শুকিয়ে গেলো 
শুকিয়ে গেলো ।




পশুবাহী 
মানসুর মুজাম্মিল 

তার কাঁধে ভর করে 
পশু এক বন্য 
সেই পশু নিয়ে তিনি হয়ে যান ধন্য । 

তিনি যতো ভালো খানা 
রোজ রোজ খান 
পশুকেই বেশি দিতে তার ছিলো টান । 

তার কাছে ছিলো খুব 
পশুটাই ভালো 
মিছে ছিলো তার কাছে সূর্যের আলো । 

বুকে তার বাস ছিলো 
পশুটার নৃত্য 
হাসি খুশি থাকতো যে তার পশু-চিত্ত । 

তাকে সবে দাম দেয় 
পশুটার জন্য  
পশুটাই তাকে দিতো বাঁচবার অন্ন ।  

পশুবৎ মন নিয়ে 
সেই লোক মরলো 
জানিনা রে বিধাতা তাকে কী যে করলো !


সেতুটি ভেঙে যাচ্ছে


যাচ্ছে ভেঙে যাচ্ছে
সেতুটি সেতুটি

সেতুটি ভেঙে যাচ্ছে

খুঁজে দেখো খুঁজে দেখো
হেতুটি হেতুটি ।

সেতুটি সারিয়ে দাও 
সারিয়ে দাও
নিমক হালাল ইন্ঞ্জিনিয়ার
দাঁড়িয়ে যাও ।

ও পারে ভীতু
এ পারে ভীতু
মুক্তি নাই
দাঁড়িয়ে খেলা দেখার কোনো
যুক্তি নাই ।



ধ্বংসের দেয়াল


সব ফুল একসাথে 

ফুটবে

সব হাত একসাথে উঠবে

একসাখে সব পা 

আগাবে
দুরন্ত জোয়ানেরে জাগাবে

সব মুখ একসাথে 

হাসবে
দুখ-শোক নোনাজলে ভাসবে

সব চোখ একসাথে 

তাকাবে
ধ্বংসের দেয়ালেরে বাঁকাবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন