মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

অলৌকিক ।। জগদীশ আসোয়ার

অলৌকিক

একটা মরা নদী স্মৃতির সরণি দিয়ে
আজও বয়ে যায়।
ওর স্বচ্ছ জলে রুপোলি মাছের
ঝিলিক দেখতে দেখতে
আনমনে হেঁটে যাই।
বাবা ডেকে বলেন -
কোথায় যাচ্ছিস রে দুলাল!
অস্পষ্ট ইথারে কথাগুলো
কেটে কেটে যায়।
দু-চোখ বন্ধ করে দেখি
উড়ে যাচ্ছে বাবার পাঞ্জাবি!
ধপধপে সাদা!
নদীটার স্বচ্ছ জলে ভেসে যায়
তাঁর ঘোলা চোখ।
বুঝতে পারি আমিও ভসে যাচ্ছি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন