মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

আলপথে চেনা ।। বি এন কে মাহমুদুল হাসান

আলপথে চেনা
      

আলপথে চলিতে আমার বাংলাকে চেনা।
ভোরে দেখেছি যেথা,দূরবা শিশির বিন্দু,
অলিখ‍্য রূপধারায় অঙ্কিত,এ শ‍্যামল সিন্ধু,
পাখি সব সুরেতে করে বন্দনা।

যেথা জলাঙ্গির ঘোলা জলে ফোটে কমল।
সেথা পাল উড়িয়ে জন পাড়ি দেয় তীরে,
যার আকাশ রাঙ্গায় রবি অস্তনীরে,
তারি বুকে ছায়া ফেলে সুদর্শন  ধবল।

 ভ্রমর ফুলেতে বসে মেঠায় মৌ পিয়াস।
কৃষ্ণচুড়া রাঙ্গায় যেথা দিগন্তের আকাশ,
কোকিল বসিন্ত সুরেতে গায় নব গান,
আম মকুলের গন্ধে জুড়ায় ক্লান্ত প্রান।

আমি দেখি পথ চলিতে তারে  নিত্তো,
যার রূপ  ধারাতে ভিজেই আমি সিক্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন