মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

স্পর্শ যেভাবে ছোঁয় ।। বর্ণালী চ্যাটার্জ্জী



স্পর্শ যেভাবে ছোঁয়

হাত বাড়িয়ে ছুঁয়েছিস যাকে সব কি তাহলে তোর?
হাত বাড়িয়ে অস্থি ছুঁয়েছিস;পেয়েছিস পাঁজর? 
আঙুল বাড়িয়ে না ছুঁয়ে আমায় হৃদয় বাড়িয়ে ছোঁ,
একফোঁটা মেঘ ধার বাকি তোর,অবচেতনেই শো।
কবিতার কাছে স্পর্শ যেমন আলোআঁধারিতে মেশে,
চোখ বুলিয়ে মুক্তি খুঁজেছি ফিরে এসে অবশেষে।
যতোদূর তোর স্পর্শ পৌঁছয় ততোটুকু শুধু তোর, 
বাকি সংঘাতে স্পর্শকাতর রাত্রি যখন ভোর।
একদুটো হাত হাতরে যখন পৌঁছলি শেষ গলি,
আমি তখনই ফিরে এসে দেখি তোর দেশ ততোক্ষণে খালি।
যতোদূর তোর চোখ গেছে শোন্ স্পর্শও ততোখানি,
বাদ বাকী সব খোঁজা ফেরা শেষে আমারই রাজধানী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন