মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

নষ্টপুরুষ ।। শুভম রায়


নষ্টপুরুষ


কোনো সীমান্তরেখা না মেনে হরিণের পিছু পিছু যারা এইমাত্র
ঢুকে পড়ল বাঘের চারণক্ষেত্রে,কিংবা ধরুন তারা,যারা
সাম্পানে চড়ে চলে গেল অতল সমুদ্রের দিকে মার্লিন
মাছের খোঁজে---এদের সাথে দৈবাৎ দেখা দেখা হয় চতুর্বর্গ
ফতুয়া পরা চৈতন্যের গোপন গর্ভে।ধর্ম ও মোক্ষের পুরনো
ময়ূরের সাথে তারাও পেখম মেলেছে কোনো
এক অনামিক পাহাড়ের সানুদেশে,যেখানে অর্থ ও কাম
শাখানদীর মত মিশে গিয়ে অনর্গল ছুটে যাচ্ছে অনিকেত ঠিকানায়।
ক্লান্ত রাত্রি ছেঁড়া মেঘের ভিতর দিয়ে এইমাত্র ছুঁড়ে দিল
একমুঠো মায়াবী আলো।এক একটি শরীরের তলায় কামকটাহে
নির্ভুল পুড়ে যাচ্ছে অন্য একটি শরীর।


তারাতলা,মোল্লার গেট কিংবা কোমাগাটামারু।
নষ্টপুরুষ যেন পাপমুগ্ধ অবিনাশী অশোকতরু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন