মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

আলো ।। পারমিতা চক্রবর্ত্তী


আলো 


দূরত্ব নিকটে এসে পান করো স্তনের বিষণ্ণতা
নেশাতুর আলো এগিয়ে চলেছে ক্রমশঃ 
আন্টার্টিকার পথে 
আদিম চিরকালই অন্তঃসত্তা থাকবে 
যে চর্মপিন্ডগুলো এতদিন সোজাসুজি থাকত 

আজ ....

তাকে দেখি জারজ যন্ত্রণার মাঝে 
 ভাবনার অন্তরালে বিফল হতে থাকি 
প্রশ্নচিহ্নে 
বাতাসী ঘুমের চোখ নেই কেন ...

সাত থেকে সতেরো উভয়ই মত্ত 
কথোপকথনের তীব্রতায় 
গাছকৌঠো উঠোন জুড়ে শুধু দেবদারু স্মৃতি এসো মেয়েবেলা অগ্রজ হও , অন্তিম আর্তনাদের মাঝে যা কিছু দেখো তাকে প্রাক্তন ভেবে দূরে ঠেলো না ...

হে নৈঃশব্দ চুম্বন করো অন্তঃসত্ত্বা 
জোনককে 
আরো আলো আরো আরো আলো ..

বস্তুত সম্পর্কের ব্লুটুথ একটি বিভাজিকা 
যার নেপথ্যে কোন অন্তর্বর্তীকালীন ইচ্ছা/ অনিচ্ছা থাকে ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন