সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

খোকার অভিমান ।। স্বপন শর্মা





খোকার অভিমান

এবার খোকা পেয়ে ধোঁকা মনটা করছে ভার,
আগের মতো হাজার শতো কয়না কথা আর-
কারণটা কি বলেন দেখি, বলতে পারেন কে?
এমন দেখে খোকার বাবা ভাবছে নিজে সে!
সবুজ গাঁয়ে খোকার মায়ে করত আয়োজন
খোকার মতো শিশু যতো ভরত সবার মন
হয়নি এবার সে সব খাবার আসলো দেশে বান
খোকা কি সব বুঝে এসব! করছে অভিমান।
হোক না যতো দুঃখ শতো করত খোকার মায়ে
এবার ঝড়ে ভেঙ্গে পড়ে যেটা ছিলো এ গাঁয়ে;
তাইতো এবার হয়নি খাবার হয়নি তালের পিঠে
সেটাই খোকা পেলো ধোঁকা একটু কড়া মিঠে।
বলছে খোকা 'ভাবছ বোকা, আনব কিনে তাল'
তালের পিঠে বেজায় মিঠে ছাড়ছি নাতো হাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন